এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্যারালাইজড চিকিৎসাধীন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করা শিক্ষার্থী রেজওয়ানা ইয়াসমিন হিমি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অর্থাৎ ১৪তম আবর্তনের শিক্ষার্থী।
বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে ঢাকার সাভারের 'সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি)'-এ প্যারালাইজড চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ ও তার সহপাঠীরা এ তথ্য জানায়। পরবর্তীতে মৃতের দুলাভাই মোহাম্মদ আসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তার বাবার নাম আব্দুল হাশিম।
জানা যায়, দেড় বছর আগে ৫ তলার ওপর থেকে পড়ে গিয়ে দীর্ঘদিন প্যারালাইজড ছিল সে। সুস্থতার পথেই এগোচ্ছিল। কিন্তু শেষমেশ হেরে যেত হল জীবন যুদ্ধে।