, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ মধ্যরাতে মাঠে নামছে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৩ ০৮:৪৬:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৩ ০৮:৪৬:১২ অপরাহ্ন
আজ মধ্যরাতে মাঠে নামছে আর্জেন্টিনা
এবার দুর্দান্ত জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল। যুবা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তান অনূর্ধ্ব-২০ দলকে ২-১ গোলে হারায় টুর্নামেন্টটির আয়োজক আর্জেন্টিনা। আজ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

‘গ্রুপ এ’র ম্যাচে গুয়েতেমালার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়াদের উত্তরসূরীরা। আজ মঙ্গলবার ২৩ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় এস্তাদিও ইউনিকো মাদ্রিদে মাদ্রিদ কুইদাদেসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটিতে জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে টুর্নামেন্টের সর্বোচ্চ ছয়বারের চ্যাম্পিয়নদের। 

এবাররে বিশ্বকাপে  কোয়ালিফায় করতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। তবে আয়োজক ইন্দোনেশিয়ার পরিবর্তে স্বাগতিক হওয়ায়  টুর্নামেন্টটিতে অংশ নেয়ের সুযোগ পায় আলবিসেলেস্তেরা। শনিবার নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে জিতলেও শুরুতেই পিছিয়ে ছিল তারা। ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় উজবেকিস্তানের যুবারা।

তবে চার মিনিটের মাথায় সমতায় ফিরে আর্জেন্টিনা। ২৭তম মিনিটে গোল পরিশোধ করার পর ৪১ মিনিটে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর আর কোনো গোলের দেখা পায়নি দুই দলের কেউ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আর্জেন্টিনা। 
 
উল্লেখ্য, ছয় গ্রুপের ২৪ দলের মধ্যে প্রতিটি গ্রুপ থেকে দুইটি করে মোট ১২টি ও তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল যাবে নকআউট পর্বে। এরপর শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১১ জুন শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান