, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২

  • আপলোড সময় : ২৪-০১-২০২৪ ০২:২২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৪ ০২:২২:৩৩ অপরাহ্ন
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে সেনাসদস্যসহ নিহত ২ ফাইল ছবি
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার আনালিয়াবাড়ীর রেলব্রিজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, রাতের কোনও এক সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন।

নিহত সেনাসদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষ্মীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্ত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনাসদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার জানিয়েছ, তিনি ছুটি শেষে বগুড়া ক্যান্টনমেন্টে যোগদানের জন্য যাচ্ছিলেন। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, টাঙ্গাইলের ঘারিন্দা এলাকার পয়লা নামক স্থানে ভোরে ট্রেনে কাটা পড়ে খন্দকার আবুল কালাম (৪২) নামের এক ব‌্যক্তি নিহত হয়েছেন। নিহত খন্দকার আবুল কালাম জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ