, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


৯ মার্চ সিটি-পৌরসভাসহ সারাদেশে ২৩৩টি নির্বাচন

  • আপলোড সময় : ২৪-০১-২০২৪ ০১:৪০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৪ ০১:৪০:৫৮ অপরাহ্ন
৯ মার্চ সিটি-পৌরসভাসহ সারাদেশে ২৩৩টি নির্বাচন ছবি: সংগৃহীত
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনের উপনির্বাচন, ৯টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ড মিলে ২৩৩টি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম। এসব নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৯ মার্চ। বুধবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ইসি সচিব বলেন, এই ২৩৩টি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। এবং প্রার্থিতা প্রত্যাহার হবে ২২ ফেব্রুয়ারি। সেইসঙ্গে নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ ফেব্রুয়ারি।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন ব্যালটের মাধ্যমে হলেও সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনে সব দলকে অংশ নেয়ার পাশাপাশি ভোটারদের ভোট দেয়ার আহ্বান জানান তিনি। 


এদিকে, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান