, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নৌকায় ভোট চাওয়া শিক্ষা কর্মকর্তাকে বদলি

  • আপলোড সময় : ২৪-০১-২০২৪ ১২:২৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০১-২০২৪ ১২:২৪:৫৪ অপরাহ্ন
নৌকায় ভোট চাওয়া শিক্ষা কর্মকর্তাকে বদলি
আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করা সিরাজগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের পক্ষে চৌহালী উপজেলার সেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্বে) মো. আফছার আলী।

তিনি বলেন, চৌহালী উপজেলা শিক্ষা অফিসারের বদলির বিষয়ে অধিদপ্তর থেকে পাঠানো পত্রের অনুলিপি পেয়েছি। আরিফ সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল বলেও জানান তিনি।

সোমবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) রুপক রায় স্বাক্ষরিত এক চিঠিতে তাকে নওগাঁ জেলার পোরশা উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়।

এর আগে গত ২২ ডিসেম্বর আরিফ সরকারের বিরুদ্ধে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নৌকার প্রচার চালাতে চাপ সৃষ্টির অভিযোগ ওঠে। ওই অভিযোগে তাকে তলব করেন সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির কর্মকর্তা সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান