, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


অধিনায়কত্ব নিয়ে এতো নিউজ কেন হচ্ছে, বুঝতে পারছি না: লিটন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৩ ০৮:১৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৩ ০৮:১৩:২৮ অপরাহ্ন
অধিনায়কত্ব নিয়ে এতো নিউজ কেন হচ্ছে, বুঝতে পারছি না: লিটন
এবার ডান হাতের আঙুলের ইনজুরির কারণে অন্তত পাঁচ থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ কারণে ঘরের মাঠে একমাত্র টেস্টে আফগানিস্তানের বিপক্ষে অনিশ্চিত সাকিব। ফলে ক্রিকেটাঙ্গনে এখন ‘হট টপিক’ আসন্ন টেস্টে টাইগারদের নেতৃত্বের গুরুদায়িত্ব কে সামলাবেন? ক্রিকেটপাড়ায় এ নিয়ে নানান গুঞ্জন থাকলেও এগিয়ে থাকছেন টাইগারদের উইকেট-কিপার ব্যাটার ও টেস্টের সহ-অধিনায়ক লিটন দাসই।

যদিও প্রথমে মিরপুরের আনাচে-কানাচে গুঞ্জন ছিল, নেতৃত্বভার নিতে আগ্রহী নন এই ওপেনার। এমনকি অধিনায়ক হওয়ার দৌড়ে লিটনের পরেই আছেন নাজমুল হাসান শান্ত ও মেহেদী হাসান মিরাজ। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে লিটনের ভাষ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তেই খুশি থাকবেন তিনি।

তবে এবারই প্রথম না, গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তামিমের পরিবর্তে টাইগারদের কাপ্তান হিসেবে বেশ ভালোই করেছিলেন স্টাইলিশ এ ব্যাটার। ওই সিরিজে লিটনের নেতৃত্বে ২-১ ব্যবধানে জিতেছিল লাল-সবুজ শিবির। এবার নেতৃত্বের মুকুট পেলে লাল বলের ক্রিকেটে কতটা দক্ষতার পরিচয় দেন, সেটাই দেখার বিষয়।

লিটনের মন্তব্য, না এমন কিছু না। বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি কিছু। আপনারা দুইদিন পরই সবকিছু জানতে পারবেন। তারা আমাকে যোগ্য মনে করলে, সেটা তারাই সিদ্ধান্ত নেবে। তবে অধিনায়ক কে হবেন, তা নিয়ে গণমাধ্যমে এতো বাড়তি আলোচনার কোনো কারণ খুঁজে পান না এ ওপেনার। তার দাবি, নেতৃত্বে কে আসবে, না আসবে এই সিদ্ধান্ত তার (লিটন) হাতে নেই।

লিটনের ভাষ্যমতে, প্রথমত এই জিনিসটা নিয়ে এতো নিউজ কেন হচ্ছে; এটাই বুঝতে পারছি না। এটা তো সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্ত, আমি জানি না। এটাতে আমার কোনো হাত নেই, আমার কিছু বলারও নেই এখানে। যদি অধিনায়কত্ব করি, অবশ্যই এক্সাইটমেন্ট তো থাকবেই, প্রথমবারের মতো টেস্ট অধিনায়ক হব, এটা তো বড় অর্জন।

এদিকে আফগান সিরিজকে সামনে রেখে আগামী ২৯ মে থেকে মিরপুরে ক্যাম্প করবে বাংলাদেশ দল। যদিও এরই মধ্যে নিজ নিজ উদ্যোগে অনুশীলন করছেন লাল-সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে গুঞ্জন উঠেছিল, আজ মঙ্গলবার (২৩ মে) টেস্ট দল ঘোষণা হতে পারে। তবে এখনই তা হচ্ছে, আরেকটু সময় নিতে চাচ্ছেন নির্বাচকরা।

আগামী ১০ জুন ঢাকায় পা রাখবে রশিদ-নবিরা। শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ থেকে ১৮ জুন। এরপর আগামী ৫, ৮ ও ১১ জুলাই দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান