, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রেললাইনে বসে গেম খেলছিল ২ স্কুলছাত্র, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

  • আপলোড সময় : ২২-০১-২০২৪ ০২:৩৪:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৪ ০৩:০২:৩৮ অপরাহ্ন
রেললাইনে বসে গেম খেলছিল ২ স্কুলছাত্র, ট্রেনে কাটা পড়ে মৃত্যু ফাইল ছবি
জামালপুরে মেলান্দহে রেললাইনে বসে মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই ছাত্র মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই ছাত্রের মৃত্যু হয়।

তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি। 
 
সর্বশেষ সংবাদ
ভারতে ভাঙা হলো প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ

ভারতে ভাঙা হলো প্রায় ২০০ বছরের পুরোনো মসজিদের একাংশ