, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না: কাদের

  • আপলোড সময় : ২২-০১-২০২৪ ০২:২৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০১-২০২৪ ০২:২৫:৩৪ অপরাহ্ন
কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না: কাদের ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভিন্নভাবে সরকারবিরোধী তৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের অগ্নিসন্ত্রাসের সঙ্গে যুক্ত হয়েছে গুজব সন্ত্রাস। কথার বোমা মেরে এ সরকারকে উৎখাত করা যাবে না। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব কিছু হারিয়ে শোক সাগরে নিমজ্জিত। এখন আর তাদের সামনে কিছু নেই। কালো পতাকার সঙ্গে কালো ব্যাচ ধারণ করতে বলব। কালো ব্যাচ ধারণ করলে ষোলোকলা পূরণ হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদেরকে দলীয় প্রতীক দেয়া হবে কি না, তা নিয়ে সন্ধ্যায় দলের জরুরি সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। কয়েকদিন আগে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত নৌকা প্রতীক দেয়ার পক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন শেখ হাসিনা। দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্তের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ