, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

ফেসবুকের সুবাদে লাশ খুঁজে পেল পরিবার

  • আপলোড সময় : ২১-০১-২০২৪ ০৫:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৪ ০৫:৩৫:১৬ অপরাহ্ন
ফেসবুকের সুবাদে লাশ খুঁজে পেল পরিবার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: নিহত পোশাক শ্রমিক ইমরান হোসেন শান্ত’র (২৪) লাশ রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বানিয়াকৈড় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা শান্তকে কুপিয়ে চন্দ্রা ত্রিমোড় এলাকার ফ্লাইওভারের পূর্ব পাশে ফেলে রেখে পালিয়ে যায়। 

শুক্রবার স্থানীয় লোকজন উদ্ধার করে কালিয়াকৈড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈড় থানা পুলিশ শান্ত’র লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির পরিচয় না জানায় তা সনাক্ত করতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হয় পুলিশের। নিহতের মরদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেবার পর শনিবার তার বাড়ির লোকজন জানতে পেরে কালিয়াকৈড় থানায় ছুটে যান। ইমরান হোসেন শান্ত বানিয়াকৈড় গ্রামের হায়দার আলীর ছেলে। তার মা আসমা খাতুন বেঁচে নেই। শান্ত গাজীপুরের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

কালিয়াকৈড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, ময়নাতদন্ত শেষে শনিবার রাতে শান্ত’র লাশ তার চাচা দেয়ান লিখন ও বাঙ্গালা ইউপি’র ২ নম্বর ওয়ার্ডের মেম্বর আবু বক্কারের নিকট হস্তান্তর করা হয়। শান্ত’র পায়ে এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের ধারনা। তবে কারা শান্তকে হত্যা করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। শান্ত’র পরিবার থেকে শনিবার রাতে কালিয়াকৈড় থানায় একটি খুনের মামলা দায়ের করেছেন তার চাচা দেয়ান লিখন। ওই মামলায় আসামীরা সবাই অজ্ঞাত। পুলিশ ইতোমধ্যেই এই হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে।

নিহত শান্ত’র বাবা হায়দার আলী জানান, শান্ত কালিয়াকৈরের মৌচাক এলাকার করিম গ্রুপের পূর্বানী টেক্সটাইল লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করতেন। তাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এ হত্যার কোন কারণ তিনি জানেন না। তবে হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

বাঙ্গালা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড মেম্বর আবু বক্কার জানান, রোববার সকালে বানিয়াকৈড় গ্রামের কবরস্থানে নিহত শান্ত’র লাশ দাফন করা হয়েছে। তিনি শান্ত’র চাচা ও বাবার সঙ্গে কালিয়াকৈড় থানায় লাশ নিয়ে আসার জন্য গিয়েছিলেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান