, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নোবেল শান্তি পদকের চেয়েও জুলিও কুরি পদক বড় ও মর্যাদাপূর্ণ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৩ ০৫:৫৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৩ ০৫:৫৫:২৩ অপরাহ্ন
নোবেল শান্তি পদকের চেয়েও জুলিও কুরি পদক বড় ও মর্যাদাপূর্ণ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
এবার নোবেল শান্তি পদকের চেয়েও জুলিও কুরি শান্তি পদক বড় ও মর্যাদাপূর্ণ; এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার ২৩ মে সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। ‘সম্প্রীতি বাংলাদেশ’ এই আলোচনার আয়োজন করে।
 
আর এই আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর এত বড় সম্মান বা স্বীকৃতি আমরা ভুলতে বসেছি। নতুন প্রজন্ম জানেও না জুলিও কুরি পদক কী। গবেষক, লেখকদের দায়িত্ব এই পদকের তাৎপর্য মানুষের সামনে নিয়ে আসা।

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তিনি বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকপ্রাপ্তির ঘটনাপ্রবাহ ও তাৎপর্য তুলে ধরেন।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস