, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ

  • আপলোড সময় : ২১-০১-২০২৪ ০৪:৪০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০১-২০২৪ ০৪:৪০:৩৪ অপরাহ্ন
গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা: কুড়িগ্রামের চিলমারীতে চলতি ইরি-বোরো মৌসুমে ঘোড়া দিয়ে জমিতে মই দিতে দেখা গেছে এক কৃষককে। গরু কিংবা শ্রমিক নিয়ে সাধারণত এ ধরণের জমিতে মই দিতে দেখা যেত,। কিন্তু গরুর পরিবর্তে ঘোড়াকে কাজে লাগানো টা একটু ব্যতিক্রম চিত্র বলেই মনে হয়। 

এ ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের পেদি খাওয়া বিল নামক একটি জায়গায়। ওই কৃষকের নাম আব্দুল মজিদ। তিনি একই ইউনিয়নের ছোট কুষ্টারী এলাকার বাসিন্দা। চারা লাগানোর জন্য জমি প্রস্তুতের সময় গরুর পরির্বতে ঘোড়া দিয়ে মই দিতে দেখা যায় দারিদ্র্য এই কৃষককে। 

ঘোড়া দিয়ে চাষাবাদের বিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ বলেন, ৪২ শতাংশ জমি তিনি চাষ করার পর চারা লাগানোর জন্য জমি প্রস্তুত করতে ঘোড়াকে ব্যবহার করছেন। এতে করে পরিশ্রম ও খরচ অনেকটাই কমে যাবে বলে জানান তিনি। ঘোড়া দিয়ে মই না দিলে দেখা যেতে নিজেকে মই টানতে হত বা  শ্রমিক নিতে হত। এর থেকে ঘোড়াকেই কাজে লাগালে আমার পরিশ্রম অনেক কমে যাচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে বলছেন, চলতি ইরি বোরো মৌসুমে ৬হাজার ৭৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে অর্জিত হয়েছে ৮২০ হেক্টর । এর মধ্যে হাইব্রিড ১০০ ও স্থানীয় বীজ কালী বোরো ৭২০ হেক্টর রোপণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নৃপেনন্দ্রনাথ সরকার জানায়, এ বছর চিলমারীতে চলতি ইরি বোরো মৌসুমে ৬হাজার ৭৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে অর্জিত হয়েছে ৮২০ হেক্টর । আবহাওয়া খারাপ থাকায় রোপণ একটু কম হচ্ছে তবে আশা করি যা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার থেকে বেশি হবে।

এদিকে চিলমারীতে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে আর দুএক দিন তাপমাত্রা এমন থাকতে পারে।
 
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা