, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা

  • আপলোড সময় : ২০-০১-২০২৪ ০৩:৩৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৪ ০৩:৩৫:৫১ অপরাহ্ন
ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টার মধ্যেই মারা গেছেন এক মা। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, রাত ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর মিয়া (৩৮)। ছেলের মৃত্যুর খবর শুনে এক ঘণ্টা পর সাগরের মা মুর্শিদা বেগমও (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সাগর মিয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান, সাগর মিয়া আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে স্ট্রোক করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। সাগরের মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও মারা যায়। ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদায়ক। এ ঘটনায় আমরা এলাকাবাসী হতভম্ব হয়েছি। সবার মধ্যেই শোকের ছায়া নেমে এসেছে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা