, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মেয়েকে নিয়ে আর গ্রামে ফিরবেন না বাবা

  • আপলোড সময় : ১৯-০১-২০২৪ ০৬:৫২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৪ ০৬:৫২:২৫ অপরাহ্ন
মেয়েকে নিয়ে আর গ্রামে ফিরবেন না বাবা
চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া সেই কিশোরী এখন বাবা-মায়ের কাছে। তবে ঢাকায় কাজ করা দিনমজুর বাবা ও গৃহপরিচারিকা মা তাঁদের মেয়েকে নিয়ে বেকায়দায় পড়েছেন। লালমনিরহাট থেকে ফিরে এলেও এখন কোথায় অবস্থান করছেন তা বলতে নারাজ। আজ শুক্রবার বিকেলে কথা হয় নির্যাতনের শিকার কিশোরীর বাবার সাথে।

তিনি বলেন, ‘বাড়িত আইয়া কি করবাম, মাইনসেরে কি কইয়াম। আর কিবায় মুখটা দেহাইয়াম। আমরা তো বাইচ্যাও মইর‌্যা রইছি।’ এখন কোথায় আছেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, আছি, তয় হেইহানো (লালমনিরহাট) নাই।

ছেড়িডার জ্বর, খালি ডরায় (ভয়), রাইত ঘুমায়না।’
জানা যায়, ওই কিশোরীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামে। দুই বছর আগে বাবা-মা ও ভাই-বোন কর্মের সন্ধানে জয়দেবপুর চলে যায়। সেখানে বাবা মায়ের সাথে নতুন বাজার এলাকায় বসবাস করে সেখানের একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনিতে পড়তো কিশোরী।

এর মধ্যে দুইদিনের জন্য বাবা ও ভাই গ্রামের বাড়িতে চলে আসে। এ অবস্থায় তাকে নিয়ে না আসায় সকলের অজান্তে বাড়িতে আসার জন্য গত মঙ্গলবার জয়দেবপুর থেকে ট্রেনে করে গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আসতে চেয়েছিল সে।  কিন্তু ময়মনসিংহের ট্রেনে না উঠে ভুলবশত উঠে যায় লালমনিরহাটগামী ট্রেনে। সেই ট্রেনে অ্যাটেনডেন্ট তাকে কেবিনে নিয়ে রাতভর ধর্ষন করে। সকালে কিশোরীর চিৎকারে কেবিনের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করলে ততক্ষনে ক্ষতবিক্ষত হয়ে যায় কিশোরী।
তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

খবর পেয়ে বাবা ও ভাই ঘটনাস্থলে যান। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে লালমনিরহাট ছাড়েন। কিন্তু অজানা উদ্যেশ্য। লোকলজ্জার ভয়ে গ্রামের বাড়িতে না এসে এখন কিশোরীর পরিবার অজ্ঞাত স্থানে রয়েছেন। 

কিশোরীর পরিবারটির গ্রামের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার ওই কিশোরীর বাবা ছিলেন একজন কৃষক। গত দুই বছর আগে বাড়ির পাশেই দুই পক্ষের মধ্যে ঝগড়া বিবাধে এক বৃদ্ধ নিহত হন। পরে তাঁকেও ওই হত্যা মামলায় জড়ানো হয়। এতে জামিনসহ মামলা পরিচালনা করতে গিয়ে ফসরি জমিসহ শেষ সহায় সম্বল বিক্রি করে দেয়। তিনি নিঃস্ব হয়ে যান। এক পর্যায়ে বাধ্য হয়েই কর্মসংস্থানের জন্য পুরো পরিবার নিয়ে ঢাকায় চলে যান। তখন থেকেই সেখানে বসবাস করছে তারা।
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

সোহরাওয়ার্দী কলেজে হামলায় ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা