, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব না: তাসকিন

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৩ ০৫:২৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৩ ০৫:২৮:৫০ অপরাহ্ন
গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব না: তাসকিন
এখন চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন তাসকিন আহমেদ। শের-ই-বাংলা স্টেডিয়ামে একাডেমি মাঠে ছোট রান আপে শুরু করেছেন বোলিং। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে গতি তারকাকে পেতে নির্বাচকরা দল ঘোষণা করতে সময় নিচ্ছেন।

গত ২০১৯ বিশ্বকাপের আগমুহূর্তে চোট থেকে ফিরেছিলেন তাসকিন। অবশ্য ছন্দে না ফেরায় ইংল্যান্ড বিশ্বকাপের দলে এ পেসারকে নির্বাচকরা রাখেনি। দল ঘোষণার দিন মিরপুরে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে কেঁদেছিলেন তাসকিন। অনাকাঙ্ক্ষিত চোটের কারণে বিশ্বকাপের আগে-পরে অনেক সিরিজ খেলা হয়নি তার। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজেও হতে পারেননি দলের অংশ। চোটমুক্ত থাকতে ‘ঢাকা এক্সপ্রেস’ ফিটনেস নিয়ে যথেষ্ট কাজ করেন। ম্যাচে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে গিয়ে পড়েন ইনজুরিতে। সামনে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। তার আগে কি রয়ে সয়ে বোলিং করবেন তাসকিন! টাইগার পেসার সাফ জানিয়ে দিলেন, সেটি অসম্ভব!

তিনি বলেন, ‘গা বাঁচিয়ে খেলা আমার পক্ষে সম্ভব না। সেটা যেখানেই খেলি। খেলতে নামলে বল হাতে নিলে মাথায় ওটা থাকেই না যে কীভাবে একটু নিরাপদে থাকা যায়। আর আমি তো ফাস্ট বোলার। যখনই খেলতে নামি, মাথায় ওটা থাকে না যে সামনে বড় ইভেন্ট আছে।’

বর্তমানে পেস বোলিং ইউনিট নিয়ে নির্ভার বাংলাদেশ। হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা পুষিয়ে দিচ্ছেন কেউ ইনজুরিতে থাকলে। সুসময়টা দীর্ঘ করার লক্ষ্যের কথা জানালেন তাসকিন।

তাসকিন বলেন, ‘পেস বোলিং ইউনিট আগের চেয়ে অনেক ভালো করছে। গত ২-৩ বছরে আগের চেয়ে ভালো অবস্থানে আছে। আরেকটু উন্নতির জায়গা আছে। সবাই ২-৩ বছর ধরে একত্রে কাজ করছে। আমাদের সবার ইচ্ছা এই ইউনিটটা বিশ্বের মধ্যে সেরা ইউনিট হবে, সে সক্ষমতা আছে।’
সর্বশেষ সংবাদ
‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’

‘গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই, তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে’