, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


শিক্ষা সফরের নৌকা ডুবিতে ৭ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু

  • আপলোড সময় : ১৯-০১-২০২৪ ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০১-২০২৪ ০৯:১৯:৪৭ পূর্বাহ্ন
শিক্ষা সফরের নৌকা ডুবিতে ৭ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, নিখোঁজ বহু
এবার স্কুল থেকে শিক্ষা সফরে গিয়ে নৌকা ডুবিতে এখন পর্যন্ত সাত শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ভারতীয় দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ)। ২৭ জন শিক্ষার্থীর মধ্যে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হলেও এখন পর্যন্ত অনেকে নিখোঁজ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার ১৮ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, ২৭ জন শিক্ষার্থীকে সাথে নিয়ে শিক্ষা সফরে যান ভারতের ভদোদরার নিউ সানরাইজ স্কুল কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, লেকে বোটিংয়ের সময় বোট উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে। তার জেরে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

এতে বলা হয়, প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। তারা কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করেন। শিক্ষার্থী বা শিক্ষকদের কেউ লাইফ জ্যাকেট পরেননি। তাই বোট উলটে যাওয়ার পরে সকলে পানিতে ডুবে যান। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

আপাতত নিখোঁজের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। লেকের পানিতে ডুবুরিদের নামানো হয়েছে। ভদোদরার জেলাশাসক এবি গোর বলেন, ‘অন্যান্য এজেন্সির সাথে উদ্ধারকাজে নেমেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের সদস্যরা। আমরা বাকিদের উদ্ধার করার চেষ্টা করছি।’

এদিকে ভদোদরা দমকল বাহিনীর প্রধান বলেন, (বৃহস্পতিবার) বিকেলের হরনি লেকে একটি বোট উলটে যায়। যে বোটে শিক্ষার্থীরা ছিল। আর তারা পিকনিকে এসেছিলেন। এখন পর্যন্ত সাতজন শিক্ষার্থীকে উদ্ধার করেছে দমকল বাহিনী। নিখোঁজদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন (জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের সদস্যরা)।

এই ঘটনায় শোকপ্রকাশ করেন গুজরাটের ভূপেন্দ্র প্যাটেল। তিনি বলেন, ভদোদরার হরনি লেকে নৌকাডুবি হয়ে শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। যে নিরীহ শিশুদের মৃত্যু হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করছি। এই শোকের মুহূর্তে তাদের পরিবারকে গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। এই শোকের মুহূর্তে ঈশ্বর যেন তাদের শক্তি দেন। ওই নৌকায় যে শিক্ষার্থী ও শিক্ষকরা ছিলেন, তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে সাহায্য প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।