দেশের বেসরকারি স্কুল-কলেজের ৪ হাজার ৯২৪ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৪ হাজার ৩৩৩ জন এবং কলেজের ৫৯১ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
একইসঙ্গে বেসরকারি স্কুলে কর্মরত ১ হাজার ১৭৭ জন শিক্ষককে বিএড স্কেল এবং কলেজে কর্মরত ১৩৮ জন শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।
বুধবার (১৭ জানুয়ারি) মাউশির এমপিও কমিটির সভায় নতুন এমপিওভুক্তির এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ।
সভায় অংশ নেওয়া মাউশি কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৬৫৮, চট্টগ্রামের ১৪৫, কুমিল্লার ১৩৫, ঢাকার ৫৩৮, খুলনার ৭৭২, ময়মনসিংহের ২৯১, রাজশাহীর ৫৯৬, রংপুরের ১ হাজার ৭৮ এবং সিলেটের ১২০ জন রয়েছেন।
অন্যদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ২৮, চট্টগ্রামের ২১, কুমিল্লার ৪৮, ঢাকার ৮৬, খুলনার ৫৩, ময়মনসিংহের ২৭, রাজশাহীর ২৪৬, রংপুরের ৬১ ও সিলেট অঞ্চলের ২১ জন রয়েছেন।
এদিকে, একই সভায় বেসরকারি স্কুলে কর্মরত ১ হাজার ১৭৭ জন শিক্ষককে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৬৩, চট্টগ্রামের ১১৬, কুমিল্লার ১৪০, ঢাকার ১৫১, খুলনার ১৬৩, ময়মনসিংহের ১৩৫, রাজশাহীর ২০৮, রংপুরের ১১১ এবং সিলেট অঞ্চলের ৯০ জন আছেন।
এছাড়া বিভিন্ন বেসরকারি কলেজে কর্মরত ১৩৮ জন শিক্ষক-কর্মচারীকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ১০, চট্টগ্রামের ১২, কুমিল্লার ২১, ঢাকার ১৮, খুলনার ১৯, ময়মনসিংহের ১, রাজশাহীর ৩৯, রংপুরের ১৫ এবং সিলেট অঞ্চলের ৩ জন।