, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কালীগঞ্জে শেষ হলো গ্রাম পুলিশদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স  

  • আপলোড সময় : ১৮-০১-২০২৪ ০১:১৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৪ ০১:১৪:৩০ অপরাহ্ন
কালীগঞ্জে শেষ হলো গ্রাম পুলিশদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স  
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) শেষ হয়। আগে গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে ৩ দিনের ওই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। 

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গ্রাম পুলিশ বাহিনীর দায়িত্ব ও কার্যাবলী শীর্ষক এ প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজির উপপরিচালক মো. মিজানুর রহমান। এটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান।

এতে প্রশিক্ষক হিসেবে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম মনজুর-এ-এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা মো.শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার উজ্জ্বল কুমার শীল উপস্থিত ছিলেন। এতে স্থানীয় ৫২ জন নারী-পুরুষ গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন।
সর্বশেষ সংবাদ
শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা

শাহাবাগ-ঢাবি ক্যাম্পাসে গাড়িতে অপরিচিত মানুষ, সতর্ক অবস্থানে শিক্ষার্থীরা