, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের সূচি প্রকাশ করল আইসিসি

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৩ ০৪:৪৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৩ ০৪:৪৭:৫৭ অপরাহ্ন
ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের সূচি প্রকাশ করল আইসিসি
এবার ভারতের মাটিতে বছরের শেষে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আট দল। স্বাগতিক ভারতের সঙ্গে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। দশ দলের বাকি দুদল বাছাইপর্ব পেরিয়ে আসবে।

আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই জিম্বাবুয়ের মাটিতে হবে সেই বাছাইপর্ব। সেখানে সুপার লিগ থেকে সরাসরি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের সঙ্গে লড়বে প্রাক-বাছাই পেরিয়ে আসা পাঁচটি দল। নেপাল, ওমান, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইতিমধ্যে বাছাইপর্বের গ্রুপ এবং সূচি প্রকাশ করেছে। ‘এ’ গ্রুপে পড়েছে দুবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ ‘বি’তে পড়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

একটি দল গ্রুপপর্বে চারটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের সেরা তিন দল সুপার সিক্স পর্বে যাবে। শুধুমাত্র সুপার সিক্সে যাওয়া দলগুলোর বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো সুপার-পর্বে গণনায় ধরা হবে। সঙ্গে প্রতিটি দল বিপক্ষ গ্রুপ থেকে উঠে আসা দলগুলোর সঙ্গে আরও তিনটি করে ম্যাচ খেলবে। এরপর হবে পয়েন্টের ফাইনাল হিসাব।

এদিকে সুপার সিক্স পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটি দল ৯ জুলাই হারারেতে বাছাইপর্বের ফাইনালে খেলার পাশাপাশি নিশ্চিত করবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস