, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিসিবি সভাপতি হওয়া নিয়ে মুখখুললেন নাফিসা

  • আপলোড সময় : ১৭-০১-২০২৪ ০৮:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৪ ০৮:১২:৩২ অপরাহ্ন
বিসিবি সভাপতি হওয়া নিয়ে মুখখুললেন নাফিসা
এবার নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া মন্ত্রী হওয়ার পর থেকে বিসিবির পরবর্তী সভাপতি কে হবেন তা নিয়েই জোর আলোচনা চলছে। সেই তালিকায় বিসিবির ২৫ জন পরিচালক তো আছেনই, এর বাইরে গুঞ্জন আছে মাশরাফি বিন মুর্তজাকে নিয়েও।

তবে এবার নতুন করে সেই আলোচনায় প্রবেশ করেছেন বিপিএল ফ্র‌্যাঞ্জাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল। যা নিয়ে তিনি নিজেও মুখ খুলেছেন। মাসকো সাকিব ক্রিকেট একাডেমিতে কয়েকদিন ধরে বিপিএলের প্রস্তুতি নিচ্ছে কুমিল্লার ক্রিকেটাররা।

সেখানেই আজ বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরে যাওয়ার পর, বোর্ড সভাপতি হওয়ার বিষয়ে তার আগ্রহ নিয়ে। 

এর জবাবে নাফিসা কামাল বলেন, ‘এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে হয় না। একটা প্রক্রিয়া ফলো করতে হয়। আপনারা সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়। তো ওরকম সময় হলে তখন বুঝব, এখন চিন্তা করছি না। সামনে বিপিএলের ম্যাচ আছে, এগুলো নিয়ে এখন চিন্তাই করতে পারিনা। এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার মেইন ফোকাস।’
 
তিনি জানান, ‘বিদেশি ক্রিকেটাররা প্রতিবারের মতো আসা-যাওয়ার মধ্যে থাকবে। পিএসএলের খেলোয়াড়দের আমরা পাচ্ছি ওই টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত, তারপর এসএ লিগ ও আইএল টি-টোয়েন্টির খেলোয়াড় পাচ্ছি। আগামী ম্যাচ থেকে আমাদের পাকিস্তানি খেলোয়াড়রা থাকবে। নিউজিল্যান্ড সিরিজ শেষ (মূলত আরও দুই ম্যাচ বাকি) হলো, এখন ওরাও ফ্লাই করছে।’
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস