, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

  • আপলোড সময় : ১৭-০১-২০২৪ ১০:১৮:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৪ ১০:১৮:২৩ পূর্বাহ্ন
বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
এবার পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে কলেজ পড়ুয়া এক তরুণী। গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলার লালুয়া ইউপির মহল্লাপাড়া আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেন এই কলেজ শিক্ষার্থী।

এ বিষয়টি জানাজানি হলে রাব্বির বাড়ির সামনে ভিড় জমায় উৎসুক জনতা। তরুণীর অভিযোগ, সকালে স্বামী রাব্বির খোঁজে ওই বাড়িতে গেলে তাকে মারধর করেন তার শাশুড়ি। 

এদিকে প্রেমিকা মোনালিসা (ছদ্মনাম) জানান, প্রায় তিন বছর আগে কলাপাড়া পৌর শহরের ফলপট্টি এলাকায় রাব্বির সঙ্গে পরিচয় ঘটে তার। পরে মোবাইল ফোনে প্রেম হয়। এক পর্যায়ে জানতে পারেন রাব্বিও পটুয়াখালীতে থেকে লেখাপড়া করছেন এবং তিনি অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। 

মোনালিসার ভাষ্যমতে, প্রেম গভীর হলে তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন। তারা গোপনে বিয়ে করে পটুয়াখালী শান্তিবাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। কিন্তু কিছুদিন পর থেকে রাব্বি তার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকেন এবং তাকে ফেলে পালিয়ে যান।

শেষে কোনো উপায় না পেয়ে স্বামীর বাড়িতে বিষের বোতল হাতে অনশন করছেন মোনালিসা। তবে মোনালিসা বাড়িতে আসার খবরে পলাতক হয়েছেন রাব্বি। 

এ বিষয়ে রাব্বির বাবা শাহিন মিয়া জানান, আমার ছেলেকে ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে কুয়াকাটায় বিয়ে করেছে ওই মেয়েটা। আমরা মামলা করেছি। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, এ বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ–খবর নিয়ে দেখা হচ্ছে।
 
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা