, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভ্যাট মুক্ত হলো মেট্রোরেল সেবা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৩ ০২:০৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৩ ০২:০৪:৫০ অপরাহ্ন
ভ্যাট মুক্ত হলো মেট্রোরেল সেবা
এবার মেট্রোরেলের সেবার ওপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট তুলে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে। এনবিআরের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এরফলে টিকিটের ওপর ১৫ শতাংশহারে অতিরিক্ত অর্থ গুনতে হবে না। 

এর আগে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের জন্য ভ্যাট কমিশনারেটকে চিঠি দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তাদের কথামতো ভ্যাট আরোপ করা হলে বর্তমান নির্ধারিত টিকিটের ওপর আরও ১৫ শতাংশ অতিরিক্ত ভাড়া গুনতে হতো যাত্রীদের। 

এনবিআরের আদেশে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন। এটি যানজট নিরসনের পাশাপাশি কর্ম ঘণ্টা নিরসনেও বিরাট ভূমিকা পালন করবে। আর প্রথম পর্যায়ে এ জাতীয় গণপরিবহনকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যৗয় সাশ্রয়ী করা প্রয়োজন বলে এনবিআরের আদেশে বলা হয়েছে।  

এদিকে মেট্রোরেলের একাংশের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করা হয়েছে গত ডিসেম্বর মাসে। আগামী নভেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চালু করার হবে বলে জানানো হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস