, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ২৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


যানবাহন ও যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে গেল ফেরি

  • আপলোড সময় : ১৭-০১-২০২৪ ০৯:৪৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৪ ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন
যানবাহন ও যাত্রী নিয়ে পদ্মা নদীতে ডুবে গেল ফেরি
আজ সকালে ঘন কুয়াশার কারণে বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকে থাকা ফেরি রজনীগন্ধা যানবাহন ও যাত্রী নিয়ে নদীতে ডুবে গেছে। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার ১৭ জানুয়ারি সকালে ফেরিটি ডুবে যায়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক ( বাণিজ্য)  মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে ফেরিটিতে কাভার্ডভ্যান পিকআপ সহ ৯টি যানবাহন ছিলো। এসব গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন তার কোনো সঠিক তথ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। 

এদিকে বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালিদ মাহমুদ জানান, রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে একটি বাল্কহেডের ধাক্কায় ফেরিটি যানবাহন ও যাত্রীদের নিয়ে ডুবে যায়।
ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের

ছাত্রদের উপদেষ্টা করলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন বাদ যাবে: প্রশ্ন আসিফের