চারদিনের সফরে তৃতীয়বারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পাবনার ঈশ্বরদী বিমানবন্দরে (বিমানবন্দরটি এখন আর সবার জন্য চালু নেই) পৌঁছান রাষ্ট্রপতি। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) তাঁর আসার কথা ছিল। এদিন বৈরী আবহাওয়ার কারণে সোমবারের সফর বাতিল করা হয়।
পাবনা জেলা প্রশাসক মু আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আজ মঙ্গলবার দুপুর দুইটা ১০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টার পাবনার ঈশ্বরদীর বিমানবন্দরে অবতরণ করে।
এরপর তাঁকে বহনকারী গাড়িবহর সড়ক পথে পাবনা সার্কিট হাউসের উদ্দেশ্য রওনা দেয়। বহরটি বিকেলে ৩টায় সার্কিট হাউসে প্রবেশ করে। সেখানে ২২তম রাষ্ট্রপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয়। গার্ড অব অনার শেষে বিশ্রাম নিবেন এবং রাত্রিযাপন করবেন।
সফরকালে স্থানীয় কয়েকটি কমসূচীতে যোগদান করবেন রাষ্ট্রপতি। আগামী ১৯ জানুয়ারি তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। এর আগে এর আগে গত ১৫মে প্রথমবার চারদিনের এবং গত ২৭ সেপ্টেম্বর তিনদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।