, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ইবিতে ’সোমবার’ অনলাইনে ক্লাস বন্ধ, চলবে সশরীরে

  • আপলোড সময় : ১৬-০১-২০২৪ ০৫:০৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৪ ০৫:০৯:২১ অপরাহ্ন
ইবিতে ’সোমবার’ অনলাইনে ক্লাস বন্ধ, চলবে সশরীরে
ইবি প্রতিনিধি: জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয় করার লক্ষ্যে গত জুলাই মাসের ৩০ তারিখ থেকে প্রতি সপ্তাহে ‘সোমবার’ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। তবে দীর্ঘ ৫ মাসের বেশি সময় পর আগামী সপ্তাহের ‘সোমবার’ থেকে অনলাইনে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি (সোমবার) থেকে অনলাইনের পরিবর্তে সশরীরে ক্লাস এবং পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে।  করোনা মহামারী ও বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকারী নির্দেশনা মোতাবেক উন্নয়ন প্রকল্পের ব্যয়, রেভিনিউ খাতের ব্যয় সাশ্রয় ও হ্রাস করা, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয় করতে এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আগামী সপ্তাহ থেকে আমরা অনলাইন থেকে পুনরায় অফলাইনে যাচ্ছি। এ ব্যাপারে রেজিস্ট্রার দপ্তর থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের গাড়িসমূহ নির্ধারিত রুটে যথারীতি চলাচল করবে।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর