, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


শিগগিরই কাটছে গ্যাস সংকট আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর

  • আপলোড সময় : ১৬-০১-২০২৪ ০৩:৪৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৪ ০৩:৪৮:৩৬ অপরাহ্ন
শিগগিরই কাটছে গ্যাস সংকট আশ্বাস জ্বালানি প্রতিমন্ত্রীর
২০২৬ এর মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে চায় সরকার। বর্তমানে গ্যাসের যেই সমস্যা রয়েছে, তা সাময়িক এবং কয়েকদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী জানান, দিন তারিখ ঠিক করে নয়, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে। ভোলা-বরিশাল পাইপলাইন তৈরি করার লক্ষ্য রয়েছে সরকারের। 

নসরুল হামিদ বলেন, আরো ১০০টি কূপ খনন করা হবে এরমধ্যে ২০২৫ সালের মধ্যেই খনন করা হবে ৪৬টি। দুর্নীতি কমাতে অনলাইন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করেই কাজ করা হবে বলে জানান, প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান