, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পবিত্র হজ পালনের জন্য সৌদি পৌঁছেছেন ৩৮৭৯ জন হজযাত্রী

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৩ ১২:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৩ ১২:৫১:৫০ অপরাহ্ন
পবিত্র হজ পালনের জন্য সৌদি পৌঁছেছেন ৩৮৭৯ জন হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের তিন হাজার ৮৭৯ হজযাত্রী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে গতকাল সোমবার রাতে এ তথ্য জানানো হয়।

এদিকে হজ অফিস জানিয়েছে, সৌদিতে যাওয়া তিন হাজার ৮৭৯ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৬৫৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ২২২৩ যাত্রী পৌঁছেছেন। গত ২১ মে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়।

সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। এবার সবচেয়ে বেশি ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এ ছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইনস নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজযাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইনস।

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস