, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে: অনন্ত জলিল

  • আপলোড সময় : ১৬-০১-২০২৪ ১০:৫৪:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৪ ১০:৫৪:২৭ পূর্বাহ্ন
পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে: অনন্ত জলিল
দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও অভিনেতা অনন্ত জলিল। খুব বেছে বেছেই কাজ করেন স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেধে। অভিনেতা ডি এ তায়েব ও পরীমণির সিনেমা ‘কাগজের বউ’-এর প্রিমিয়ার শো-এর আয়োজনে এসেছিলেন এই অভিনেতা। কথা বলতে গিয়ে সামাজিক নানা বিষয় তুলে ধরেন।
 
এদিকে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘কাগজের বউ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১৯ জানুয়ারি। সে উপলক্ষে গত ১৩ জানুয়ারি এফডিসিতে প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল।
 
এই সিনেমাটি দেখে অনন্ত বেশ প্রশংসা করেছেন। তিনি বলেন, এসময়ে এরকম ছবির খুব দরকার। ছবিতে দুজনকেই ভালো লেগেছে। ডি এ তায়েবের অভিনয় গেটআপ দারুণ ছিল। সবার হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত।

 এ সময় সিনেমার গল্প নিয়ে চিত্রনায়ক বলেন, সিনেমার গল্পটা চমৎকার ছিল। যিনি লিখেছেন বেশ পরিশ্রম করতে হয়েছে। শুধু সিনেমায় নয় বাস্তবেও স্বামী স্ত্রীর মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকা দরকার। যেন সেখানে পরকীয়া ঢুকতে না পারে। এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। জনজীবনকে ধ্বংস করেছে। আর ফেসবুক আসার পর এই সমস্যা আরও বেড়েছে।
 
এদিকে চয়নিকার এই ছবিতে পরীমণি অভিনয় করেছেন বড়লোকের মেয়ের চরিত্রে। কিন্তু গরিব এক ছেলের সঙ্গে বিয়ে হয় তার। এ বিয়েতে তার সম্মতি ছিল না। বাবার শর্তে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে। মানসিক নির্যাতন চালাতে থাকে স্বামীর ওপর। 
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা