আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া প্রতিনিধি: ১৯ ফেব্রুয়ারি থেকে উল্লাপাড়ায় শুরু হবে ৩দিন ব্যাপী চতুর্দশ গ্রন্থমেলা। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে বই মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলার সাংস্কৃতিক মে প্রতিদিন বিকেলে শিশু কিশোর শিল্পীদের সমন্বয়ে সংগীত ও নৃত্যানুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত: উল্লাপাড়া উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাসিক ৫০ পয়সা চাঁদার অর্থে ২০১০ সাল থেকে এই গ্রন্থমেলার আয়োজন করা হয়ে আসছে। উপজেলা প্রশাসন প্রতিবছর পরিষদ চত্বরে গ্রন্থমেলার আয়োজন করে থাকে।
প্রতিবছরের মতো এবছরও স্কুল কলেজের শিক্ষার্থীদের লেখা নিয়ে ‘ফাগুনের আবাহন’ নামে একটি স্মরণিকা প্রকাশিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা।