, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আজ থেকে বিপিএলের টিকেট বিক্রি শুরু, সর্বোচ্চ মূল্য ২৫০০ টাকা

  • আপলোড সময় : ১৬-০১-২০২৪ ১০:০৫:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৪ ১০:০৫:০১ পূর্বাহ্ন
আজ থেকে বিপিএলের টিকেট বিক্রি শুরু, সর্বোচ্চ মূল্য ২৫০০ টাকা
চলতি মাসের আগামী ১৯ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। শেষ মুহুর্তের গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আলাদা আলাদা ৫টি ভেন্যুতে অনুশীলনও সেরে নিচ্ছে দলগুলো। বিপিএলের ঢাকা ভেন্যুর টিকের মূল্য প্রকাশ করেছে টুর্নামেন্ট কমিটি।

সর্বোচ্চ ২৫০০ টাকাতে বিপিএলের ম্যাচ দেখতে পারবে দর্শকরা। এছাড়াও টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। আগামী ১৯ জানুয়ারি প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিকে টিকিট বিক্রি শুরু হয়েছে আজ ১৬ জানুয়ারি সকাল থেকে। মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেইড সংলগ্ন কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে কাউন্টারে।

তাছাড়া দর্শকরা চাইলে অনলাইন থেকেও টিকিট কাটতে পারবেন। তবে অললাইনে টিকিট বিক্রি শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। দর্শকরা কাগজের টিকিট সংগ্রহ করতে পারবেন সকাল সাড়ে ৯টা থেকে ম্যাচের আগেরদিন রাত ৭টা পর্যন্ত।

ঢাকা ভেন্যুর টিকেটের মূল্য:-

গ্র্যান্ড স্ট্যান্ড:      ২৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড:   ১৫০০ টাকা

ক্লাব হাউজ:        ৮০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড:   ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি:     ২০০ টাকা
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ