গত শুক্রবার বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। পাত্র আবু সাইয়িদ রানা। ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তাঁরা। বিয়ে করেই হানিমুনে ছুটে গেলেন নতুন এই দম্পতি। রোববার (১৪ জানুয়ারি) নিজের ফেসবুকে বরের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে মৌসুমী লিখেছেন, এটা আমাদের অফিসিয়াল হানিমুন নয়। তবে একেও হানিমুন বলা যেতে পারে।
দেখে মনে হচ্ছে সাগর পাড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কোথায় গিয়েছেন তা স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে তার ক্যাপশন অনুযায়ী একে আনফিসিয়াল হানিমুন বলা যায়।
এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, বিয়ের দিন রাতেই আমরা কক্সবাজার চলে আসি। যদিও এটা আনঅফিসিয়াল হানিমুন। অফিসিয়ালভাবে পাহাড়ে হানিমুনে যাওয়ার ইচ্ছে আছে। যদিও তারিখ ঠিক করতে পারিনি কবে নাগাদ যাব। তবে শিগগিরই পরিকল্পনা করে যাব। কক্সবাজার থেকে ফিরেই ১৬ তারিখ শুটিংয়ে অংশ নেব।
বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাসার ছাদে মৌসুমী হামিদের গায়েহলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।