চলতি বছরের আগামী ৩০ জুন পর্যন্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রীসহ সকল কর্মচারী কর্মকর্তার বিদেশ সফর বাতিল ঘোষণা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নতুন মন্ত্রীসভার দায়িত্ব গ্রহণের পর প্রথমদিনই এই ঘোষণা এসেছে। আজ রবিবার ১৪ জানুয়ারি বিকালে আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে ওই বিভাগে কর্মরত সকল কর্মচারী কর্মকর্তার সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, মিতব্যয়িতার লক্ষ্যে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি হুশিয়ার করে বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় কোন সিন্ডিকেট সহ্য করা হবে না। কেই করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
পলক আরো বলেন, দেশের ইকমার্স শিল্পের বিকাশেও নানান পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, আমার মা যদি সকালে নাটোরে কৈমাছের ঝোল রান্না করে তাহলে ঢাকা বসেই সেই ভাত, ঝোল গরম খাওয়ার ব্যবস্তা থাকতে হবে। এই ব্যবস্থা নিতে ডাকের ডিজিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি।