, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


এডাটার নতুন লিজেন্ড সিরিজের এসএসডি ও লেন্সারসিরিজের র‌্যাম

  • আপলোড সময় : ১৪-০১-২০২৪ ০৬:১৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৪ ০৬:১৪:১৩ অপরাহ্ন
এডাটার নতুন লিজেন্ড সিরিজের এসএসডি ও লেন্সারসিরিজের র‌্যাম
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড নিয়ে এলো ADATA-র দুটি সর্বোচ্চ গতি সম্পন্ন র‍্যাম এবং এসএসডি। দুটি র‍্যাম এবং এসএসডি এর মডেলগুলো যথাক্রমে- ADATA ল্যান্সার ১৬ জিবি ডিডিআর ৫ র‍্যাম এবং ADATA লিজেন্ড ৭১০ এম.২ এসএসডি। এর মধ্যে ADATA ল্যান্সার ১৬ জিবি ডিডিআর ৫ র‍্যাম টির বাস স্পিড ৬০০০ মেগাহারজ এবং এটির CAS লেটেন্সি ৩৮ থেকে ৪০ পর্যন্ত হয়ে থাকে।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, র‍্যামটিতে ব্যবহার করা হয়েছে হাই-কোয়ালিটি ম্যাটারিয়ালস যা ইন্টেল এক্স এম পি(XMP) ৩.০ এর ওভারক্লকিংকে সাপোর্ট করে। এছাড়াও এটার সাথে রয়েছে PMIC, যা পাওয়ার সাপ্লাই-স্ট্যবিলিটির সক্ষমতা রাখে। এই র‍্যামটি ওভারঅল বেস্ট পারফরমেন্সের জন্য ২০২৩ সালের “রেডডট” বিজয়ী ছিল। অন্য প্রোডাক্টি হলো ADATA লিজেন্ড ৭১০ এম.২ এসএসডি।

এছাড়াও এসএসডিটিতে রয়েছে সেকেন্ডে ২,৪০০ মেগা বাইটের রিডিং স্পিড এবং সেকেন্ডে ১৮০০ মেগা বাইটের রাইটিং স্পিড। 3D NAND ফ্ল্যাশের সক্ষমতা। এই এসএসডিটি ব্যাজারে মোট ৪ টি ক্যাপাসিটিতে (২৫৬, ৫১২ গিগাবাইট এবং ১,২ টেরাবাইট) পাওয়া যায়। 
 
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান