এবার স্মার্টফোনের জন্য নতুন এক ধরনের পারমাণবিক তেজস্ক্রিয় ব্যাটারি তৈরি করেছে একটি চীনা কোম্পানি। এই ব্যাটারি পুনরায় চার্জ দেওয়া ছাড়াই চলবে ৫০ বছর। বেইজিং-ভিত্তিক কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপিত।
এদিকে কোম্পানিটি বলেছে, পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে। দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। স্মার্টফোন ছাড়াও বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটের মতো যন্ত্রে।
কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের এই উদ্ভাবন চীনকে এআই প্রযুক্তিগত বিপ্লবের নতুন এক ধাপে উন্নীত করবে। বেটাভোল্ট বলেছে, তাদের প্রথম এই পারমাণবিক ব্যাটারি ১০০ মাইক্রোওয়াট শক্তি এবং ৩ ভোল্টেজ শক্তি সরবরাহ করতে সক্ষম। ব্যাটারিটির পরিমাপ ১৫x১৫x৫ ঘন মিলিমিটার।
এদিকে তাদের এই ব্যাটারিটি পরিবেশাবন্ধব। এছাড়া ২০২৫ সালের মধ্যে ১ ওয়াট শক্তির পারমাণবিক ব্যাটারি তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে কোম্পানিটি।