, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ , ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সজল-তিশার নয় মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল!

  • আপলোড সময় : ১৪-০১-২০২৪ ০৪:৪০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৪ ০৪:৪০:০৮ অপরাহ্ন
সজল-তিশার নয় মিনিট ২৭ সেকেন্ডের ভিডিও ভাইরাল!
এবার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রী তানজিন তিশা ও অভিনেতা আব্দুন নূর সজলের একসঙ্গে আমেরিকায় অবকাশ যাপনের একটি ভিডিও। নয় মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওটি বেশ ভালোই মনে ধরেছে নেটিজেনদের।

এদিকে আমেরিকায় নানান খুনসুটির ওই ভিডিওটি সজল নিজেই তার ফেসবুকে শেয়ার করেন। সজলের ফেসবুক পোস্ট দেখে ঠিক একদিন পর নিজের ফেসবুক পেজেও ওই ভিডিওটি শেয়ার করেন তিশা।

এরপরই এ ভিডিও শেয়ার শুরু করেন নেটিজেনরা। সজল-তিশার এমন ভিডিওতে নেটিজেনরা মিলিয়েছেন দুইয়ে দুইয়ে চার। অনেক নেটিজেনই তাদের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে বলেছেন ‘পারফেক্ট জুটি’। আগামী দিনের শুভ কামনাও জানিয়েছেন অনেকে।

এদিকে সজল-তিশার ভিডিও দেখে অভিনেতা মুশফিক আর ফারহানের নাম নিতেও ভুল করছেন না। একজন লিখেছেন, নতুন কিছু শুনবো আশা করি। আরেকজন লিখেছেন, ফারহান শেষ, সজল শুরু। সেলিব্রেটিদের বিয়ের মৌসুম চলায় অনেক নেটিজেনই এ দুই তারকার বিয়ের খবরও জানতে চেয়েছেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি সজল ও তিশা।
সর্বশেষ সংবাদ
জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবির ৭০০ শিক্ষার্থীর আবাসনের দায়িত্ব নিল আস-সুন্নাহ ফাউন্ডেশন