সাইফুল্লাহ, নিজস্ব প্রতিবেদক: রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিজ সচিবালয়ে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, পুনরায় নির্বাচন কি মামা বাড়ির আবদার। আমরা কোনো বিদেশি চাপ বা দেশি চাপের কাছে নতি স্বীকার করব না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। নানা বাধা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচন-পূর্ব পরিস্থিতি। এখন নির্বাচন তো হয়েই গেছে। অনেকে ভেবেছে এই নির্বাচন আমরা করতে পারব না। তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি।
এসময় তিনি বলেন, আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে। এগুলো অতিক্রম করার ক্ষমতা সরকারের আছে। আওয়ামী সরকার সব সময় এগুলোর প্রতিহত করার ক্ষমতা রাখে।
কাদের বলেন, “আমাদের অনেক কাজ আছে সামনে, অনেক চ্যালেঞ্জ আছে। তবে এখনো আমরা সড়কে যানবাহনের শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের সঙ্গে একযোগে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। এটা করতে পারলে রোড সেফটি নিশ্চিত হবে। আজ অনেক রাস্তা হচ্ছে। রাস্তাগুলো স্মার্ট করতে হবে। এ বিষয়গুলোও আমরা দেখবো। অনেক সড়কের নির্মাণকাজ শেষ করতে হবে।”