আমিরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন নিয়ম মেনে চলতে পারছেনা কোনো কিছুই। হেড লাইট জ্বালিয়ে আর প্রতিনিয়ত হুইসেল বাজিয়ে চলাচল করছে ট্রেন। সোমবার (১৪ জানুয়ারি) ভোর থেকে কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সকাল পোনে আটটায় ঈশ্বরদী থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেন হেড লাইট জ্বালিয়ে আর প্রতিনিয়ত হুইসেল বাজিয়ে চলাচল করতে দেখা যায়।
ঘন কুয়াশায় পশু পাখি ও মানুষের মাঝে স্থবিরতা নেমে এসেছে। জামতৈল রেলস্টেশনের ঢাকাগামী ট্রেন যাত্রী উপজেলার রায়দৌলতপুর গ্রামের আব্দুর রহমান (৪৭) বলেন, কুয়াশা আর শীতের তীব্রতা বেশি জেনেও জরুরি প্রয়োজনের জন্যই ঢাকার একটি প্রাইভেট বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ুয়া ছেলেকে নিয়ে ঢাকা যেতে হচ্ছে। বাড়ি থেকে এই স্টেশনে আসতেও প্রচুর কষ্ট হয়েছে।
জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি কিন্তু কুয়াশায় গন্তব্যে পৌঁছাতে ৫০ মিনিট থেকে এক দেড় ঘন্টা লাগছে। কেননা কুয়াশায় রাতে ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলার নির্দেশনা রয়েছে । যেহেতু কুয়াশা বেশি এর জন্য স্টেশন এলাকা এবং রেলক্রসিংয় এলাকায় হুইসেল বাজিয়ে এছাড়াও ট্রেন চালক সমস্যা মনে হলেই হুইসেল বাজিয়ে সতর্কতা অবলম্বন করে ট্রেন চলাচল করাতে পারে ।