দেশে-বিদেশে সরকারের বিরুদ্ধে গুজব রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। ভুয়া তথ্য প্রচারের বিরুদ্ধেও কাজ করা হবে বলে জানিয়েছেন এই সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
তিনি বলেন, গুজব প্রতিরোধে কাজ করবে তথ্য মন্ত্রণালয়। সেক্ষেত্রে সদ্য সাবেক মন্ত্রীর পরামর্শ নেয়ার কথাও জানান মোহাম্মদ আরাফাত। তথ্য প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার হয় বা হচ্ছে। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করেও অপপ্রচার হয়, এটা আমরা সবাই জানি। সমস্যা যেটি হয়, এই অপপ্রচার রোধ করতে গিয়ে আমরা চিন্তা করি মতপ্রকাশের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়, গণমাধ্যমের স্বাধীনতা যেন বাধাগ্রস্ত না হয়।
তিনি বলেন, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো বিষয় দ্রুত ছড়িয়ে পড়ে কাজেই নতুনভাবে আমাদের ভেবে কর্মকৌশল নিতে হবে। কীভাবে অপপ্রচার ও গুজবকে আমরা জবাবদিহিতার আওতায় আনতে পারি, সেটির একটি কাঠামো দাঁড় করাতে পারি। কারণ দিনশেষে সবকিছু ব্যর্থতায় পর্যবসিত হবে যদি অপপ্রচার অবাধ ও স্বাধীনভাবে বিস্তৃতি লাভ করার সুযোগ পায়।
নতুন তথ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করেছে। দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রতিমন্ত্রী সেই ধারাবাহিকতা রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।