, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৪ ০৭:৪০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৪ ০৭:৪০:১৩ অপরাহ্ন
ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা
এবার পায়ে ডান্ডাবেড়ি অবস্থায় বাবার জানাজায় অংশ নিলেন এক ছাত্রদল নেতা। জানাজার সময় হাতকড়া খোলো হলেও পায়ে ডান্ডাবেড়ি ছিল। আজ শনিবার ১৩ জানুয়ারি বিকেল ৩টার দিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে ছাত্রদল নেতা নাম মো. নাজমুল মৃধা তার বাবার জানাজায় অংশ নেন। নাজমুল মির্জাগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, গতকাল শুক্রবার ১২ জানুয়ারি দিবাগত রাত ৯টার দিকে ছাত্রদল নেতা নাজমুলের বাবা দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. মোতালেব হোসেন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর আদালত তাকে শর্তসাপেক্ষে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে জামিন দেন। গত ২০ ডিসেম্বর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের নিজ বাড়ির সামনে থেকে পুলিশ তাকে আটক করে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে।

বাবার জানাজায় অংশগ্রহণের জন্য শনিবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত সময় দিয়ে তাকে প্যারোলে মুক্তি দেন আদালত। জানাজা নামাজের সময় হাতকড়া খুলে দিলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ।

এদিকে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পাঁচ ঘণ্টার জন্য শর্তসাপেক্ষে ছাত্রদল নেতাকে জামিন দিয়েছেন আদালত। নিরাপত্তার স্বার্থে তার পায়ের ডান্ডাবেড়ি খুলে দেওয়া হয়নি।’
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী