, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মারা গেছেন সংগীতশিল্পী প্রভা

  • আপলোড সময় : ১৩-০১-২০২৪ ০৪:৪০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৪ ০৪:৪০:৫২ অপরাহ্ন
মারা গেছেন সংগীতশিল্পী প্রভা
এবার উস্তাদ রশিদ খাঁর মৃত্যুর পর আরও এক ধাক্কা খেল শাস্ত্রীয় সংগীত জগত। মারা গেছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী প্রভা আত্রে। আজ ১৩ জানুয়ারি পুনের বাড়িতে মৃত্যু হয় কিরানা ঘরানার এ গায়িকার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আগামী মঙ্গলবার শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।

এদিকে সংগীতশিল্পীর পারিবারিক সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে তিনটা নাগাদ ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন প্রভা আত্রে। হিন্দুস্তান টাইমসের মতে, শিল্পীর সাড়া না পেয়ে তাঁকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে ততক্ষণে শিল্পীর মৃত্যু হয়েছে। এদিকে আজই (শনিবার) তাঁর মুম্বাইতে অনুষ্ঠান করার কথা ছিল। তিনি কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন।

তাঁর গায়কিতে সংগীতের দুনিয়ায় অন্য দুই মহান ব্যক্তি, খেয়ালের জন্য আমির খান এবং ঠুমরির জন্য বড়ে গুলাম আলি খানের প্রভাব তিনি নিজেই স্বীকার করেছিলেন। তিনি কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন।

ভিমসেন যোশির পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সংগীত ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ১৯৯০ সালে ভারতের পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন তিনি। ২০২২ সালে তাঁকে পদ্মবিভূষণে সম্মান দেয় ভারত।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস