এবার সততা তাঁর পুঁজি। সদিচ্ছা তাঁর শক্তি। এই দিয়ে স্বাস্থ্য খাত বদলে দিতে চান নতুন মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ভোগান্তি কমিয়ে স্বাস্থ্যসেবাকে নিয়ে যেতে চান সাধারণ মানুষের দোরগোড়ায়। শহরের হাসপাতালের সক্ষমতা বাড়ানো এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে শক্তিশালী করাই তাঁর অন্যতম লক্ষ্য।
এদিকে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক থেকে মন্ত্রিসভায় ডা. সামন্ত লাল সেন। কর্মদক্ষতা ও নেতৃত্বগুণে দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। প্রায় এক দশক পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেখভাল করবেন একজন চিকিৎসক। তাই তাঁর বাসায় চিকিৎসকদের উপচে পড়া ভিড়।
নতুন মন্ত্রী জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট কাটাতে বিশেষ উদ্যোগ নেবেন। সেবাকে সহজ করতে সক্ষমতা বাড়াবেন হাসপাতালগুলোর। স্বাস্থ্যখাতের পুরনো রোগ দুর্নীতি ও সিন্ডিকেট। সবার সহযোগিতায় তা মোকাবিলা করতে চান ডাক্তার সামন্ত লাল সেন।
গত ১৯৪৯ সালে হবিগঞ্জে জন্ম ডা. সামন্ত লালের। পড়াশোনা চট্টগ্রাম মেডিকেল কলেজে। দগ্ধ রোগীদের চিকিৎসায় স্থাপন করেছেন অনন্য নজির। তাঁর হাতেই প্রতিষ্ঠা পায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।