, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


ঘন কুয়াশা থাকতে পারে আরও যতদিন

  • আপলোড সময় : ১২-০১-২০২৪ ০৬:৫০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৪ ০৬:৫০:১৭ অপরাহ্ন
ঘন কুয়াশা থাকতে পারে আরও যতদিন
এবার সারাদেশে কনকনে শীতে জবুথবু মানুষ। তারমধ্যে ঘন কুয়াশা শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। চলমান এই অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, শনিবার ১৩ জানুয়ারি শীতের তীব্রতা কিছুটা কমলেও ঘন কুয়াশা খুব একটা কমবে না। আগামী তিন দিন কুয়াশা এমন থাকতে পারে। এরপর আবার তাপমাত্রা কমে যেতে পারে।

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার ১৪ জানুয়ারি থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। এতে শীত আবার বেড়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তার বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।