, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • আপলোড সময় : ১২-০১-২০২৪ ১০:৫৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৪ ১০:৫৬:১৯ পূর্বাহ্ন
নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আজ সকালে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার ১২ জানুয়ারি সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিপরিষদের বাকি ৩৬ জন সদস্য জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।

যদিও সকাল ১০টার সময় শ্রদ্ধা নিবেদনের পূর্বনির্ধারিত সময় থাকলেও বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই ৩২ নম্বরে আসতে শুরু করেন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে নতুন মন্ত্রিসভা।

এদিকে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের পর এখন প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে ধানমন্ডি থেকে রওনা দিয়েছেন।
সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ১২ হাজার কেজি অপরিপক্ক আম ধ্বংস

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ১২ হাজার কেজি অপরিপক্ক আম ধ্বংস