এবার আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্বজয়ী আর্জেন্টিনা। চীনের রাজধানী বেইজিংয়ে হবে খেলা। এশিয়ার মাটিতে ম্যাচের সময় আগে থেকে নির্ধারিত হলেও নিশ্চিত ছিল না লিওনেল মেসির আসার বিষয়টি। সবশেষ খবর- মেসি আসছেন আলবিসেলেস্তেদের নেতৃত্ব দিতে। বিশ্বজয়ী কিংবদন্তিকে দেখার আগ্রহে টিকিট নিয়ে শুরু হয়ে গেছে কাড়াকাড়ি।
এদিকে আর্জেন্টিনার চীনা দূতাবাস মেসির সফরের খবরটি জানিয়েছে। ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে বেইজিংয়ে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ২০১৭ সালের পর ফের দেশটিতে যাবেন মেসি। চীনে মেসির সপ্তম সফর এটি। এবার অন্য সফরগুলো থেকে কিছুটা আলাদা আগ্রহ মেসিকে নিয়ে। এমন একসময় চীনে যাচ্ছেন মেসি, যখন গায়ে সেটে গেছে বিশ্বকাপ জয়ের নায়ক খেতাব।
সফরে আগেও দেশটির ফুটবলপ্রেমীদের কাছে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন মেসি। ২০০৫ সালে প্রথম দেশটিতে যান। পরের পাঁচবারে তিনি আর্জেন্টিনা বা সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে সেখানে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ ও মেসির আসার খবরে বেইজিংয়ে টিকিটি কেনার হিড়িক পড়ে গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক মন্তব্য করেছেন, ‘যদি একটি টিকেট পাই, তাহলে সারাবছর বান্ধবী না পেলেও কোনো আপত্তি থাকবে না আমার।’ গত ২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচে মেসির গোলে ২-১ ব্যবধানে অজিদের হারিয়েছিল আলবিসেলেস্তে দল।