, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন পাপন 

  • আপলোড সময় : ১১-০১-২০২৪ ০৮:১৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৪ ০৮:১৩:২১ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রী হলেন পাপন 
এবার কিশোরগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। টানা কয়েকবার সংসদ নির্বাচিত হলেও এতদিন মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাননি। লম্বা সময় ধরে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা পাপন এবার মন্ত্রী হলেন। 

এদিকে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন গতকাল বুধবার ১০ জানুয়ারি রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন পাপন।

এদিকে লম্বা সময় ধরেই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। তার সময়ে অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট। তার সময়ে বাংলাদেশ ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার পাশাপাশি উঠেছিল ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও। মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেও বিসিবি সভাপতি পদে বহাল থাকছেন পাপন।

সাংবিধানিক ও গঠনতন্ত্রে বাধা না থাকায় দুই জায়গাতেই কাজ করবেন তিনি। তবে এবছরই বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে চান পাপন। এমনটা হলে বর্তমান প্যানেলের কেউ ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান