, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


১৪ জানুয়ারি কালো পতাকা মিছিলের ডাক বিএনপিপন্থী আইনজীবীদের

  • আপলোড সময় : ১১-০১-২০২৪ ০৬:০৭:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০১-২০২৪ ০৬:০৭:৩২ অপরাহ্ন
১৪ জানুয়ারি কালো পতাকা মিছিলের ডাক বিএনপিপন্থী আইনজীবীদের ছবি: সংগৃহীত
১৪ জানুয়ারি সারা দেশের সব বার কাউন্সিলে আইনজীবীদের কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট। নির্বাচনকে ‘ডামি’ আখ্যা দিয়ে তা বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা আসে।

সংবাদ সম্মেলনে বক্তারা মির্জা ফখরুলসহ কারাবন্দি সব নেতাকর্মীকে দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেয়ার দাবি জানান।

ল’ইয়ার্স ফ্রন্টের কো কনভেনর সুব্রত চৌধুরী বলেন, আওয়ামী লীগের স্বতন্ত্ররাই এখন সরকারের এই ডামি ভোটের সমালোচনা করছে। নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন, ৭ জানুয়ারি আপামর জনগণের ভোট বর্জনের মধ্য দিয়ে এই সরকারের পরাজয় হয়েছে। এখন আনুষ্ঠানিক পরাজয় দেখার অপেক্ষায় আছে দেশবাসী।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা