, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চায়: হানিফ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৩ ০৪:৫৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৩ ০৪:৫৯:০৫ অপরাহ্ন
পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চায়: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মুসলিম দেশগুলোকে দুর্বল করে ফেলতেই পশ্চিমা রাষ্ট্রগুলো নানামুখী নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করতে চায়। আজ সোমবার (২২ মে) কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলানায়তনে ৭১ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। হানিফ বলেন, যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, তারা বঙ্গবন্ধুর হত্যা, মানুষ খুন, আগুন-সন্ত্রাসের সময় গণতন্ত্র দেখে না। ২০০৪ সালে বিএনপির শাসনামলে অপারেশন ক্লিন হার্টের নামে ৬৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। বাংলা ভাইসহ সন্ত্রাস ও জঙ্গি সৃষ্টি হয়েছিল তাদের সময়। সে সময় মানবাধিকার কোথায় ছিল সেসব দেশের?

তিনি বলেন, অতীতে ষড়যন্ত্র হয়েছে, আবারও দেশের উন্নয়ন অবকাঠামো ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিদেশি প্রভুদের কাছে ধরনা দিয়ে শেখ হাসিনার পতন ঘটানো যাবে না। হানিফ আরো বলেন, সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। অবাধ নির্বাচন নিয়ে কোনো সন্দেহ হলে সমালোচনাকারী দেশগুলোকে পর্যবেক্ষক পাঠানোর পরামর্শ দেন তিনি।

সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলীর সভাপতিত্বে সভায় ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী ও সাধারণ সম্পাদক ড. জেবুন্নহার বক্তব্য রাখেন।সূত্র-বাসস।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস