, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নতুন মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা

  • আপলোড সময় : ১০-০১-২০২৪ ০৭:৫০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৪ ০৮:৫৯:৫০ অপরাহ্ন
নতুন মন্ত্রিসভায় শপথের ডাক পেলেন যারা ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। 

জানা গেছে, মন্ত্রিসভার সদস্য হচ্ছেন অন্তত ৪০ জন। ইতোমধ্যে শপথের জন্য আমন্ত্রণ পেয়েছেন ডা. দীপু মনি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, আ.ক.ম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, ওবায়দুল কাদের, ফরহাদ হোসেন, অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হূমায়ুন, মেজর আবদুস সালাম, শাহরিয়ার আলম, আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ, জোনায়েদ আহমেদ পলক, খালিদ মাহমুদ চৌধুরী, কর্নেল ফারুক খান, মো. জিয়া উদ্দিন, মোহাম্মদ এ আরাফাত, সাজ্জাদুল হাসান, ড. আব্দুর রাজ্জাক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, আব্দুর রহমান, নাজমুল হাসান পাপন।

এর আগে বুধবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। গতকাল বিজয়ী সংসদ সদস্যদের মধ্যে ২৯৮ জনের গেজেট প্রকাশের বিষয়ে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান