এবার নির্বাচনের খেলা শেষ, বিএনপির আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার ১০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় বক্তৃতাকালে এ কথা বলেন তিনি।
আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে, ৭ জানুয়ারি। কী হলো? বিএনপি একটা ভুয়া দল। এদের আন্দোলন, কর্মসূচি ভুয়া। ওদের ২৮ দফা ভুয়া। ১ দফা ভুয়া।
এ সময় তিনি বলেন, বাইডেনের উপদেষ্টা ভুয়া। ওদের নেতা তারেক ভুয়া। বিএনপি একটা ভুয়া। তাদের ভবিষ্যৎ ভুয়া, তাদের বর্তমান ভুয়া। তাদের আর কোনো ভবিষ্যৎ নেই। শুধু অন্ধকার।
কাদের আরো বলেন, খেলা এখন নতুন খেলা। রাজনীতির খেলা। নির্বাচনের খেলা শেষ ৫ বছরের জন্য। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে।