, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বদলগাছীতে দেশের সর্বনিম্ন ১০ডিগ্রি সেলসিয়াস

  • আপলোড সময় : ১০-০১-২০২৪ ০৪:৩৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৪ ০৪:৩৭:২২ অপরাহ্ন
বদলগাছীতে দেশের সর্বনিম্ন ১০ডিগ্রি সেলসিয়াস
নওগাঁ জেলার বদলগাছীতে আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১০দশমিক ২ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল ৯ই জানুয়ারি মঙ্গলবার ১২দশমিক ২ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বলে জানান বদলগাছী আবহাওয়া অফিস। আজ বুধবার ঘড়িতে  সকাল ১০টা বাজলে কুয়াশায় সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় যানবাহন গুলো হেড লাইট জ্বালিয়ে ছুটে চলছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কয়েক দিন ধরে সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে রাস্তাঘাটগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে বদলগাছী সহ নওগাঁ জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা দিলেও বিকেল থেকে হিমেল হাওয়া ও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকায় নওগাঁ জেলাসহ বদলগাছীর সর্বত্র তীব্র শীত অনুভূত হচ্ছে। 

বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।
সর্বশেষ সংবাদ
সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত

সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা স্থগিত