, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


প্রথমবার এমপি হওয়ার অনুভূতি প্রথম পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহিম

  • আপলোড সময় : ১০-০১-২০২৪ ০১:৪৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৪ ০১:৪৭:৪৩ অপরাহ্ন
প্রথমবার এমপি হওয়ার অনুভূতি প্রথম পিতা হওয়ার মতো: সৈয়দ ইবরাহিম ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। ইব্রাহিম শপথ নিতে গিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, প্রথমবার এমপি হওয়া প্রথমবার পিতা হওয়ার মতো ভালো লাগছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করেন তিনি। 

প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আল্লাহর শুকরিয়া, ভোটারদের প্রতি ধন্যবাদ। প্রথমবারের মতো এমপি হয়েছেন। কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রথমবার এমপি  হলে ভালোই লাগে। প্রথমবার পিতা হবার মতো।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হন তিনি। তার প্রাপ্ত ভোট ৮১ হাজার ৯৫৫। পরাজিত হন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম (ট্রাক গাড়ি)। তার প্রাপ্ত ভোট ৫২ হাজার ৯৮৬।

রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সারা দেশে নির্বাচন মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়। নির্বাচন হয় ২৯৯ আসনে। ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয় ব্যালট পেপারে।  ২৯৯টি আসনের মধ্যে ২২২টি আসন পেয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন। এ ছাড়া অন্যান্য দল থেকে পেয়েছেন ৩টি আসন।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা